প্রকাশিত: Fri, Sep 15, 2023 5:21 PM আপডেট: Sat, Dec 6, 2025 6:16 PM
[১]দুমকীতে রোপা আমনে পোকার আক্রমণ, বিপাকে চাষিরা
আতকিুল আলম সোহলে : [২] মাজরা ও পাতা মোড়ানো পোকার তান্ডবে নষ্ট হয়ে যাচ্ছে। পটুয়াখালীর দুমকী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদ্য রোপা আমন চারা। এতে বিপাকে পড়ে দুঃশ্চিন্তায় দিন পার করছেন চাষিরা।
[৩] বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার মুরাদিয়া, শ্রীরামপুর, পাঙ্গাশিয়া, আঙ্গারিয়া ও লেবুখালী ইউনিয়নের সর্বত্রই বিশেষ করে উঁচু জমিতে কৃষকেরা শ্রাবন মাসে যে সকল আমন ধানের চারা রোপন করেছিলেন তা মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত নতুন করে আক্রান্ত হয়েছে।
[৪] শ্রীরামপুর ইউনিয়নের স্যানের চর গ্রামের চাষি মোশারফ হাং ও মতিউর রহমান বলেন, আমাদের জমিতে মাজরা পোকার আক্রমণে আমন রোপা নষ্ট হয়ে গেছে। জমি চাষ করে আবার চারা রোপন করতে হবে।
[৫] মুরাদিয়া’র কালেখা গ্রামের চাষি কালাম প্যাদা বলেন, আমাদের এখানে ৮/১০ একর জমির আমন ও ইরি ধানের রোপা নষ্ট হয়ে গেছে। আমরা দ্বিতীয় বার জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেও সুফল পাইনি।
[৬] মুরাদিয়া’র ৬নং ওয়ার্ডের অপর এক চাষি জাকির হোসেন হাওলাদার বলেন, জমি চাষাবাদ করে বীজ রোপণ করতে ও শ্রমিক মজুরি দিয়ে বেশ খরচ হয়েছে। এরপর সার ওষুধ প্রয়োগ করেও কোনো শেষ রক্ষা হয়নি। আমাদের এলাকার সকল কৃষকের জমিতে মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছি।
[৭] পাঙ্গাশিয়ার নলদোয়ানীর চাষি শাহজাহান মুন্সি বলেন, আমার একপ্লটে ৩ একর জমিতে ইরি ধানের বীজ রোপনে ৪০হাজার টাকা খরচ হয়েছ। এখন সম্পূর্ণ জমির চারা মরে গেছে।
[৮] উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীম খান ও তানিয়া আক্তার বলেন, আমরা কৃষকদের সরেজমিনে গিয়ে এর প্রতিকারে পরামর্শ দিচ্ছি। ইতিমধ্যে কৃষকদের রোপা আমন ক্ষেতে ৫০/১০০ মিটার দূরত্বে গাছের ডাল পুঁতে ও পোকা নিধনের জন্য আলোর ফাঁদ দিতেছি।
[৯] উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আমাদের নতুন সময়কে বলেন, ভিরটাকো, এসএমএস ও বেডএক্সার্টসহ বিভিন্ন কীটনাশক প্রয়োগেরসহ প্রাকৃতিক উপায়ে এসব পোকার উপদ্রব কমানো সম্ভব।